শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২
The Daily Ittefaq

হাজারীবাগ ট্যানারি গলিতে ভয়াবহ আগুন

আপডেট : ২২ জুন ২০২৫, ০২:৪২

রাজধানীর হাজারীবাগ ট্যানারি গলিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এ ছাড়া আরও দুটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

শনিবার (২১ জুন) দিবাগত রাত ১টা ৪০ মিনিটের দিকে এ আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার শাজাহান হোসেন।

তিনি গণমাধ্যমকে বলেন, আমরা প্রাথমিকভাবে তথ্য পেয়েছি হাজারিবাগ ট্যানারি গলিতে একটি কারখানায় আগুন লেগেছে। তবে কিসের কারখানা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি এবং আমাদের কাছে এ বিষয়ে এখনও পর্যাপ্ত তথ্য আসেনি। তবে ঘটনাস্থলে আমাদের দুটি ইউনিট কাজ করছে এবং আরও দুটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া আগুনে কেউ হতাহত হওয়ার সংবাদও এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি।

ইত্তেফাক/এমএএম