শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২
The Daily Ittefaq

আগামী ঈদে ‘ইনসাফ ২’, নির্মাতার ঘোষণা

আপডেট : ২২ জুন ২০২৫, ১৪:৩৮

অনেকটা নীরবেই শুরু হয়েছিল ‘ইনসাফ’ সিনেমার শুটিং। এমনকি এটি সম্পাদনার আগ পর্যন্ত কোনও আঁচই পাওয়া যায়নি। এরপর ঈদুল আজহায় মুক্তি পায় সিনেমাটি। দর্শক পছন্দ করেছেন শরীফুল রাজ ও তাসনিয়া ফারিণের জুটিকে। সেইসাথে বাড়তি পাওনা মোশাররফ করিম। আর চঞ্চল চৌধুরী তো ক্যামিও চরিত্রে চমকে দিয়েছেন সবাইকে।

যারা ‘ইনসাফ’ পছন্দ করেছেন তাদের জন্য এই সিনেমার নির্মাতা সঞ্জয় সমাদ্দার দিয়েছেন সুখবর। জানিয়েছেন, আসছে এর দ্বিতীয় কিস্তি।

এ বিষয়ে নির্মাতা গণমাধ্যমকে জানান, এরইমধ্যে শুরু হয়েছে ‘ইনসাফ ২’-এর কাজ। চলছে পাণ্ডুলিপি লেখার কাজ। প্রথমটির মতো দ্বিতীয় কিস্তির পাণ্ডুলিপিও লিখছেন নাজিম উদ দৌলা, স্বরূপ দে ও সঞ্জয় সমদ্দার।

‘ইনসাফ’ সিনেমায় শরীফুল রাজ ও তাসনিয়া ফারিণ। ছবি: সংগৃহীত

তিনি এটাও জানিয়েছেন, প্রথম কিস্তির কলাকুশলীদের নিয়েই হবে দ্বিতীয় কিস্তি। তবে, মোশাররফ করিম, শরীফুল রাজ, তাসনিয়া ফারিণ ও চঞ্চল চৌধুরীর সঙ্গে যুক্ত হবেন আরেকজন অভিনেত্রী। যদিও এখনই তিনি তার নাম প্রকাশ্যে আনতে চান না।

সঞ্জয় বলেন, ‘আরও বড় পরিসরে আসছে এটি। মোশাররফ ভাইয়ের চরিত্রটি  ‘ইনসাফ’-এর প্রথম পর্বে ছিল ইন্ট্রো। সেকেন্ড পার্টে তার বিপ্লবী জীবনের বিস্তারিত আসবে। আরো অনেক অনেক প্ল্যান আছে। ধীরে ধীরে জানাব।’

‘ইনসাফ’ সিনেমায় মোশাররফ করিম। ছবি: সংগৃহীত

আগামী বছর ঈদুল আজহায় মুক্তি দেওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছেন জানিয়ে সঞ্জয় বলেন, ‘এবারের পর্বের বাজেট আরও বেশি। তাই ঈদে মুক্তি দেওয়া ছাড়া উপায় নেই। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আমাকে সবুজসংকেত দিয়েছে আগেই। আমিও কাজ শুরু করেছি। যেহেতু প্রায় এক বছর হাতে আছে, আমি সুন্দর একটি প্রজেক্ট রেডি করতে পারব।’

বলা দরকার, ঢাকাই নির্মাতা সঞ্জয় সমদ্দারের সিনেমায় অভিষেক ঘটে টলিউডের ‘মানুষ’ বানিয়ে। ছবিটির নায়ক ও প্রযোজক ছিলেন জিৎ। এটি বাণিজ্যিক সফলতা সে অর্থে না পেলেও, নির্মাতা হিসেবে সঞ্জয় ভালোই প্রশংসা কুড়িয়েছিলেন। আর এবারতো ‘ইনসাফ’ সিনেমার মাধ্যমে তিনি দেশীয় ইন্ডাস্ট্রিতে নিজের জাত চেনালেন।

ইত্তেফাক/এসএ

এ সম্পর্কিত আরও পড়ুন