ইরানের মাটিতে মার্কিন আগ্রাসনের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি একটি সংবাদ সম্মেলনে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেবল ইরানের সঙ্গেই বিশ্বাসঘাতকতা করেননি, বরং নিজের জাতিকেও প্রতারিত করেছেন।
রোববার (২২ জুন) সংবাদ সম্মেলনে ইরানের শীর্ষ ইরানি কূটনীতিক প্রতিশ্রুতি দেন, তেহরান ওয়াশিংটনের আগ্রাসনের জবাব দেবে।
আরাঘচি বলেন, আমরা আমেরিকানদের আগ্রাসনের মুখোমুখি হয়েছি। ইরান এই আগ্রাসনের তীব্র নিন্দা জানাচ্ছে। এই আক্রমণ আন্তর্জাতিক আইন এবং নিরাপত্তা পরিষদের রেজোলিউশন ২২৩১ এর লঙ্ঘন বলে বিবেচিত হয়।
ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দিকে ইঙ্গিত করে আরাঘচি বলেন, ট্রাম্প একজন অপরাধীর দাবির কাছে নতি স্বীকার করেছেন।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র কূটনৈতিক নয়, কেবল বলপ্রয়োগ এবং হুমকির ভাষা বোঝে। তারা দেখিয়েছে যে, তারা আন্তর্জাতিক সনদ এবং আন্তর্জাতিক আইনকে সম্মান করে না এবং এর কোনোটিই মেনে চলে না।
'গত রাতের হামলাগুলো দেখিয়েছে যে ইহুদিবাদী সরকার ইরানে আক্রমণের লক্ষ্য অর্জনে সফল হয়নি এবং এখন সমস্যায় পড়েছে এবং আমেরিকা এই সরকার ও তার নেতাদের সমর্থন করার চেষ্টা করছে।'
ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইরানের পারমাণবিক স্থাপনার ক্ষতির পরিমাণ গুরুত্বপূর্ণ নয়; আক্রমণের সারমর্মই গুরুত্বপূর্ণ। আমরা এই বিষয়টি উপেক্ষা করতে পারি না।
'আলোচনার দরজা সবসময় খোলা থাকা উচিত, কিন্তু এখন তা নয়। আমার দেশে আক্রমণ করা হয়েছে এবং আমাদের অবশ্যই এর জবাব দিতে হবে।'
আমেরিকান আগ্রাসনের জবাবে ইরান কী করবে, তা ঘোষণা করতে তিনি অস্বীকৃতি জানান। তিনি জানান, আমাদের সামনে বিভিন্ন পথ আছে।
তিনি উল্লেখ করেন, আমরা ইরানের সার্বভৌমত্ব ও স্বাধীনতার সঙ্গে কখনো আপস করব না। ইসলামী প্রজাতন্ত্র ইরান তার ভূমি, সার্বভৌমত্ব এবং জনগণকে রক্ষা করতে থাকবে এবং কেবল সামরিকভাবে মার্কিন আক্রমণ মোকাবেলা করার জন্যই নয়, এই বিষয়ে অন্যান্য ব্যবস্থা গ্রহণের জন্যও প্রয়োজনীয় এবং সম্ভাব্য সকল উপায় ব্যবহার করবে।