শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২
The Daily Ittefaq

মোবাইল ফোনের টর্চের আলোতে ৮ কি.মি. পথ চললো ট্রেন

আপডেট : ২২ জুন ২০২৫, ১৯:২৭

ব্রাহ্মণবাড়িয়ায় ইঞ্জিনের হেডলাইট নষ্ট হয়ে যাওয়ায় মোবাইল ফোনের টর্চের আলোয় প্রায় ৮ কিলোমিটার রেলপথ অতিক্রম করেছে আখাউড়াগামী তিতাস কমিউটার ট্রেন। শনিবার (২১ জুন) রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ৮টা ৪৮ মিনিটে ঢাকা থেকে ছেড়ে যাওয়া আখাউড়াগামী তিতাস কমিউটার ট্রেনটি ১৫ মিনিট দেরিতে আশুগঞ্জ স্টেশন ছাড়ে। তালশহর স্টেশন অতিক্রম করার পরই যান্ত্রিক ত্রুটি দেখা দেয় লোকোমোটিভে (ইঞ্জিনে)। এরপর ধীরগতিতে ট্রেন চলতে থাকে। এই অবস্থায় ইঞ্জিনের হেডলাইটও নষ্ট হয়ে যায়। ফলে একমাত্র ভরসা ছিল চালকের মোবাইল ফোনের টর্চলাইট। সেই আলো এবং হর্ন বাজিয়ে সতর্ক সংকেত দিয়ে ব্রাহ্মণবাড়িয়া স্টেশন পর্যন্ত ট্রেনটি নিয়ে যান চালক। এভাবে প্রায় আট কিলোমিটার পথ আসতে এক ঘণ্টার মতো সময় লাগে ট্রেনটির। পরে আখাউড়া থেকে আরেকটি ইঞ্জিন এসে ট্রেনটিকে নিয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। অন্ধকারে ট্রেনের ধীর গতি ও দীর্ঘ যাত্রায় আতঙ্কিত হয়ে পড়েন অনেকেই।

ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের স্টেশন মাস্টার মো. জসীম উদ্দিন বলেন, ট্রেনটি তালশহর পার হওয়ার পরই সমস্যা দেখা দেয়। পরে আরেকটি লোকোমোটিভ আখাউড়া থেকে এনে ট্রেনটিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে সেখানে পাঠানো হয়। 

ইত্তেফাক/এনটিএম/এমএএস