শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২
The Daily Ittefaq

কেরানীগঞ্জে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ 

আপডেট : ২২ জুন ২০২৫, ১৯:২৭

ঢাকার কেরানীগঞ্জে গ্যাসের লিকেজ থেকে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে একই পরিবারের তিন জন দগ্ধ হয়েছেন। 

রোববার (২২ জুন) দিবাগত রাত সোয়া ৪টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের খেজুরবাগ এলাকার শিকদার ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। 

জমে থাকা গ্যাসের বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কেরানীগঞ্জ কার্যালয়ের স্টেশন কর্মকর্তা মো. কাজল মিয়া। 

আহতদের পুরান ঢাকার একটি বেসরকারি হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। 

আহত ব্যক্তিরা হলেন-ফারুক হোসেন (৪৩), তার স্ত্রী শিউলি বেগম ও তাঁদের সন্তান আল ছামিল হোসেন (৮)। 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাতের খাবার খেয়ে ফারুক তার স্ত্রী ও সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়েন। ভোররাত চারটার দিকে হঠাৎ তারা বিকট শব্দ শুনতে পান। এসময় ঘুম থেকে উঠে দেখতে পান ঘরের দেওয়াল ধসে পরেছে এবং শরীরের বিভিন্ন স্থানে পুড়ে যাওয়ার ক্ষত। 

একপর্যায়ে দগ্ধদের আত্মচিৎকার শুনে এলাকাবাসী তাদের উদ্ধার করে পুরান ঢাকার সুমনা হাসপাতালে নিয়ে যান। বিস্ফোরণে তাদের কক্ষের ২০ ফুট প্রস্থের দেওয়াল ধসে গেছে বলে জানান স্থানীয়রা। 

এ ঘটনায় ফারুক হোসেনের কপালের বাম পাশ ও পায়ের তলা পুড়ে যায়, তার স্ত্রী শিউলির বাম হাত ও তাদের ছেলে আল ছামিরের মাথা, মুখ ও শরীরের বিভিন্ন স্থান দগ্ধ হয়। 

তবে এবিষয়ে অবগত নন বলে জানিয়েছেন, তিতাস গ্যাসের কেরানীগঞ্জ জোনের ব্যবস্থাপক নাজির হোসেন। খোঁজ নিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

ইত্তেফাক/এএইচপি