রোববার, ২০ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২
The Daily Ittefaq

বোমা হামলার পর ফোর্দো পারমাণবিক স্থাপনায় ছয়টি বড় গর্ত, স্যাটেলাইট চিত্র প্রকাশ

আপডেট : ২২ জুন ২০২৫, ২০:৪৩

স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে সিএনএন দাবি করেছে, ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনায় মার্কিন বোমা হামলার ফলে কমপক্ষে ছয়টি বড় গর্ত তৈরি হয়েছে বলে মনে হচ্ছে। এটি বাঙ্কার ধ্বংসকারী বোমার ব্যবহারের ইঙ্গিত দেয়।

লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, স্যাটেলাইট কোম্পানি ম্যাক্সার-এর ধারণ করা ছবিতে ফোর্দোর কাছাকাছি দুটি স্থানে ছয়টি গর্ত দেখা গেছে। ভূগর্ভস্থ কমপ্লেক্সের ওপর দিয়ে বয়ে যাওয়া একটি ঢাল বরাবর গর্তগুলো দেখা যায়।

সিএনএন আরও জানিয়েছে, স্যাটেলাইট ছবিতে পাহাড়ের ঢালের রঙের উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে, যেখানে স্থাপনাটি অবস্থিত। এটি ইঙ্গিত দেয় যে, হামলার পর একটি বিশাল এলাকা ধূসর ছাইয়ের স্তরে ঢাকা পড়ে গেছে।

এর আগে রোববার (২২ জুন) ভোরে যুক্তরাষ্ট্র বি-২ স্টেলথ বিমান দিয়ে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনার ওপর ভারী বোমা হামলা চালায়। এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় 'সফল আক্রমণ' চালিয়েছে।

মার্কিন হামলার পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে পারমাণবিক স্থাপনায় হামলাকে আন্তর্জাতিক আইনের ‘গুরুতর ও নজিরবিহীন লঙ্ঘন’ বলে বর্ণনা করেছে। পাশাপাশি এই আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ের পূর্ণ অধিকার রয়েছে বলে জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘বিশ্বকে ভুলে গেলে চলবে না যে, কূটনৈতিক প্রক্রিয়ার মাঝপথে যুক্তরাষ্ট্রই বিশ্বাসঘাতকতা করেছে এবং ইসরায়েলের আগ্রাসী কর্মকাণ্ডকে সমর্থন দিয়ে এখন ইরানের বিরুদ্ধে বিপজ্জনক যুদ্ধ চালাচ্ছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘এটি স্পষ্ট যে যুক্তরাষ্ট্র কোনো নিয়ম বা নৈতিকতা মানে না। গণহত্যাকারী ও দখলদার এক শাসন ব্যবস্থার লক্ষ্য পূরণের জন্য যুক্তরাষ্ট্র কোনো আইন বা অপরাধের তোয়াক্কা করে না।’

ইত্তেফাক/এসকে