ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকায় নিখোঁজের ৫ দিন পর আলিফ খান (৬) নামে এক শিশু লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২২ জুন) বিকাল ৫টার দিকে পাগলা থানা পুলিশ নিহত শিশুর বাড়ির পাশে স্বল্পছাপিলা গ্রামের ওয়াসিমের মৎস্য খামার থেকে শিশু আলিফের লাশ উদ্ধার করে।
শিশু আলিফ গফরগাঁওয়ের পাগলা থানাধীন টাঙ্গাব ইউনিয়নের স্বপ্লছাপিলা গ্রামের মো. কানন খান ও পাপড়ি আক্তার দম্পতির একমাত্র ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি তালগাছের গোড়ার অংশে শিশু আলিফের গায়ে থাকা লাল জামার কিছুটা অংশ দেখতে পেয়ে আশপাশের মানুষদের জানান স্থানীয় এক নারী। এলাকাবাসী পাগলা থানা পুলিশকে জানালে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। এর আগে ১৮ জুন বাড়ির পাশের আবুল হাসেম খান উচ্চ বিদ্যালয় মাঠ থেকে দুপুর সোয়া ১টার দিকে নিখোঁজ হয় শিশু আলিফ।
একমাত্র শিশু সন্তান আলিফের লাশ উদ্ধার হওয়ায় বাবা কানন খান ও মা পাপড়ি আক্তার দিশেহারা হয়ে পড়েন। সন্তানের লাশ দেখে বার বার জ্ঞান হারাচ্ছেন মা।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম শিশু আলিফের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, ওই শিশুর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রির্পোটের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।