শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২
The Daily Ittefaq

নাফ নদী থেকে এক লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার 

আপডেট : ২২ জুন ২০২৫, ২১:০৬

কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি-২ অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান। 

বিজিবির ভাষ্যমতে, রোববার (২২ জুন) টেকনাফের মির্জাজোড়া এলাকা দিয়ে মিয়ানমার থেকে বিপুল পরিমাণ মাদক বাংলাদেশে প্রবেশের গোপন সংবাদ পায় বিজিবি। তারা নাফ নদীর মির্জাজোড়া সংলগ্ন এলাকায় গোপনে অবস্থান নিলে এ সময় মিয়ানমারের জলসীমায় একটি নৌকায় দুইজন ব্যক্তিকে ঘুরাঘুরি করতে দেখা যায়। চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে তাদের কাছে থাকা প্লাস্টিকের বস্তা একটি মাছের প্রজেক্টের পাশে লুকিয়ে রেখে দ্রুত পালায়।

এসময় অভিযানরত বিজিবি সদস্যরা কেওড়া জঙ্গলের ভিতরে পাচারকারীদের ফেলে যাওয়া কর্দমাক্ত দুটি প্লাস্টিকের ব্যাগের ভিতর থেকে (বিশেষভাবে মোড়কজাত) ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। তবে মাদক বহনকারী ব্যক্তিদের আটক করা সম্ভব হয়নি বলে জানান বিজিবি-২ অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান। 

তিনি আরও জানান, চোরাকারবারিদের ধরতে অভিযান চলমান রয়েছে। 

ইত্তেফাক/এএইচপি