রোববার, ২০ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২
The Daily Ittefaq

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা : কলকাতায় ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ

আপডেট : ২৩ জুন ২০২৫, ০১:০৯

ইরানে যুক্তরাষ্ট্রের বোমা হামলার প্রতিবাদে কলকাতার রাস্তায় বিক্ষোভ করেছে সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অব ইন্ডিয়া বা এসইউসিআই (কমিউনিস্ট) দল।
রোববার (২২ জুন) বেলা ৩টায় পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে আয়োজিত এই প্রতিবাদ মিছিল ধর্মতলার লেনিন মূর্তির পাদদেশ থেকে শুরু হয়ে মার্কিন দূতাবাস অভিমুখে অগ্রসর হয়।

মিছিলে অংশ নেন শতাধিক দলীয় কর্মী, সমর্থক, ছাত্র, যুব ও শ্রমিক সংগঠনের প্রতিনিধি। ‘আমেরিকার সাম্রাজ্যবাদ নিপাত যাক’, ‘ইরানে বোমাবাজি চলবে না’ ইত্যাদি স্লোগানে মুখর হয় গোটা এলাকা।

এ সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কুশপুত্তলিকা দাহ করা হয়।

এসইউসিআইয়ের (কমিউনিস্ট) রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য তরুণকান্তি নস্কর বলেন, মার্কিন সাম্রাজ্যবাদ আজ গোটা বিশ্বের শান্তি ধ্বংস করতে উঠেপড়ে লেগেছে। ইরানে পারমাণবিক ঘাঁটিতে হামলা সেই সাম্রাজ্যবাদী নীতিরই অংশ। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং আন্তর্জাতিক যুদ্ধবিরোধী আন্দোলনের পাশে থাকছি।

কলকাতার মার্কিন দূতাবাসের সামনে পৌঁছে শান্তিপূর্ণভাবে এই মিছিল শেষ হয়। সংগঠনের তরফে জানানো হয়েছে, শুধু কলকাতায় নয়, আগামীতে রাজ্যের বিভিন্ন প্রান্তেও এই প্রতিবাদ কর্মসূচি চলবে।

ইত্তেফাক/আরআর