শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২
The Daily Ittefaq

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তেলবাহী গাড়িতে আগুন

আপডেট : ২৩ জুন ২০২৫, ০৯:২৭

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই এলাকায় দুর্ঘটনার কবলে পড়েছে তেলবাহী একটি ভাউচার। এসময় তেলের গাড়িটির ইঞ্জিন কেবিনে আগুন ধরে যায়

রোববার (২২ জুন) বিকেলে মহাসড়কের মিরসরাই সদর ইউনিয়ন এলাকায় ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। পরে দুর্ঘটনা কবলিত ভাউচারের ভেতর থেকে এক যুবককে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেছে মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিক ওই যুবকের নাম এবং পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ জানায়, রোববার বিকেলে মহাসড়কের ঢাকামুখী লেইনে তেলবাহী একটি ভাউচার সামনে থাকা চলন্ত রোলারের পেছনে ধাক্কা দিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর তেলের ভাউচারটির ইঞ্জিন কেবিনে আগুন ধরে যায়। তেলবাহী গাড়িতে আগুন লাগায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ও ফায়ার সার্ভিসের একাধিক দল। সবশেষ ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন এবং গাড়ির ভেতর থেকে অজ্ঞান অবস্থায় এক যুবককে উদ্ধার করে। তিনি ভাউচারের চালক না চালকের সহকারী তা নিশ্চিত হওয়া যায়নি।

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ সহকারী ‍পরিদর্শক (এএসআই) কামাল উদ্দিন বলেন, মহাসড়কের ঢাকামুখী লেইনে তেলবাহী একটি ভাউচার সামনে থাকা চলন্ত রোলারের পেছনে ধাক্কা দিলে এ দুর্ঘটনার সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। ঘটনাস্থল থেকে একজনকে উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

ইত্তেফাক/এপি