রোববার, ২০ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২
The Daily Ittefaq

ইরান থেকে ফিরেছেন ২৮ বাংলাদেশি 

আপডেট : ০১ জুলাই ২০২৫, ১০:২৬

ইসরায়েলের সঙ্গে যুদ্ধের সময় ইরানে আটকা পড়া ২৮ বাংলাদেশি দেশে পৌঁছেছেন। মঙ্গলবার (০১ জুলাই) সকাল সাড়ে সাতটার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছান তারা।  

আটকে পড়া বাংলাদেশিরা পাকিস্তান এবং দুবাই হয়ে দেশে ফিরেছেন। তাঁরা জানিয়েছেন যুদ্ধের অভিজ্ঞতা।

গুলশানের বাসিন্দা সালেক আহমেদ। দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে ৬ জুন গিয়েছিলেন ইরানের তেহরানে। উদ্দেশ্যে ভ্রমণ এবং চিকিৎসা। ১৩ জুন যখন ফিরবেন তখন শুরু হয় ইসরায়েলি হামলা। আটকা পড়েন তেহরানে।  পররাষ্ট্র মন্ত্রণালয় এবং তেহরান-বাংলাদেশ দূতাবাসের সহায়তায় পাকিস্তান এবং দুবাই হয়ে মঙ্গলবার সকালে দেশে ফিরেছেন পরিবার নিয়ে। 

সালেক আহমেদের সাথে দেশে ফিরেছেন আটকা পড়া আরো ২৭ বাংলাদেশি। বিভিন্ন প্রয়োজনে ইরানে গিয়েছিলেন তাঁরা। দেশে ফিরে তুলে ধরেছেন যুদ্ধের ভয়াবহ স্মৃতি। পরিবারের সদস্যদের ফিরে পেয়ে আবেগ আপ্লুত স্বজনেরা। ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ সরকারকে। 

গত ১৩ জুন ইসরায়েল ইরানের সামরিক, পারমাণবিক এবং বেসামরিক স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালায়, তখন থেকেই এ সংঘাত শুরু হয়। পরে আমেরিকার মধ্যস্থতায় দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। 

 

ইত্তেফাক/কেএইচ