বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা শনাক্ত ১৯ জন

আপডেট : ২৬ জুন ২০২৫, ১৯:০৪

গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে এই সময়ে ভাইরাসটিতে কারও মৃত্যু হয়নি।

বৃহস্পতিবার (২৬ জুন) স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ৪১২ জনের নমুনা পরীক্ষা করে ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে ঢাকায় ১২১ জনের নমুনা পরীক্ষায় ৩ জন, চট্টগ্রামে ১৯৩ জনের নমুনা পরীক্ষায় ১৩ জন, ময়মনসিংহে ২০ জনের নমুনা পরীক্ষায় একজন, রাজশাহীতে ২১ জনের নমুনা পরীক্ষায় একজন ও কুমিল্লায় ১৭ জনের নমুনা পরীক্ষায় একজনের করোনা শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৪ দশমিক ৬১ শতাংশ। এছাড়া শনাক্ত বিবেচনায় ভাইরাসটিতে মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ। আর সবমিলিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় ২৯ হাজার ৫১৮ জনের মৃত্যু হয়েছে।

ইত্তেফাক/আইএ

এ সম্পর্কিত আরও পড়ুন