বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

রজনীকান্তের সিনেমায় স্ট্রং অ্যান্ড ফিয়ারলেস আমির খান

আপডেট : ০৪ জুলাই ২০২৫, ১৬:৪১

রজনীকান্তের আসন্ন সিনেমাতে আমির খানের অভিনয়ের খবর অনেক খবর আগেও পাওয়া গিয়েছিল। অবশেষে প্রকাশ্যে এলো সেই ছবিতে আমিরের ফার্স্ট লুক। ফার্স্ট লুকই যেন দর্শকদের উত্তেজনার পারদ অনেকটা বাড়িয়ে দিল।

অ্যাকশন-থ্রিলার ঘরানার ‘কুলি’ ছবির ফার্স্ট লুকে একেবারে আলাদা মেজাজে দেখা যাচ্ছে ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত আমির খান। চোখে সানগ্লাস, মুখে চুরুট নিয়ে ধূমপান করছেন আমির। লুক দেখেই আন্দাজ করা যাচ্ছে ক্যামিও চরিত্র হলেও এটি গুরুত্বপূর্ণ এক চরিত্র।

আমিরের এই লুক প্রকাশ্যে আসার পর তাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। সেই পোস্টে কেউ লিখেছেন, ‘বহু প্রতীক্ষিত চরিত্র।’, কেউ আবার লিখছেন, ‘মিস্টার পারফেকশনিস্ট লোকেশ কানাগরাজের ফ্রেমে। এটা একটা ড্রিম কম্বিনেশন।’ 

শোনা যাচ্ছে ৩৭৫ কোটি বাজেটের এই ছবিই নাকি হতে চলেছে এই বছরে ভারতীয় চলচ্চিত্র জগতের সব থেকে বড় বাজেটের ছবি। পরিচালক লোকেশ কানাগরাজের পরিচালনায় ‘কুলি’ ছবিতে রজনীকান্ত, আমির খান ছাড়াও অভিনয় করছেন নাগার্জুনা, উপেন্দ্র, শ্রুতি হাসান প্রমুখ। আগামী ১৪ আগস্ট মুক্তি পাবে ছবিটি।

ইত্তেফাক/এমএএস