জুমার নামাজ পড়তে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়েছেন জনতা ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ের এইচআরডি ডিজিএম মোঃ মুশফিকুর রহমান (৫৮)।
শুক্রবার (৪ জুলাই ) নামাজের উদ্দেশ্যে বেলা সাড়ে ১২টার দিকে বের হোন। বাসা থেকে বের হওয়ার সময় তিনি মোবাইল ফোন সাথে নিয়ে যাননি। তার পরিবার সম্ভাব্য সব জায়গায় যোগাযোগ করেও এখন (শনিবার দুপুর দেড়টা) পর্যন্ত কোন সন্ধান পাননি।
পরিবারের পক্ষ হতে শনিবার (৫ জুলাই) সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে দেখা গেছে যে, বাসার পাশের মসজিদে তিনি নামাজ আদায় করেননি । এ বিষয়ে খিলক্ষেত থানায় শনিবার ৫ জুলাই সাধারণ ডায়েরি (জিডি নং ২৬১) করা হয়েছে। কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেলে মোবাইল নম্বর ০১৭১১-৭৮২৫৮৪ (জিয়াউর রহমান, মুশফিকুর রহমানের ছোট ভাই) অথবা ০১৯১১-২২৪৭১৮ (আবদুল আলিম খান, কোম্পানি সেক্রেটারি, জনতা ব্যাংক পিএলসি.) নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ হতে অনুরোধ করা হয়েছে।