বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

মোহনগঞ্জে সপ্তম শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ

আপডেট : ০৫ জুলাই ২০২৫, ১৮:৩৫

নেত্রকোনার মোহনগঞ্জে সৈয়দ মশিউর রহমান তাজিম (১৩) নামের সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। শুক্রবার (৫ জুলাই) রাত সাড়ে সাতটার দিকে প্রাইভেট পড়তে বাসা থেকে বেরিয়ে সে আর ফেরেনি।

নিখোঁজ মশিউর মোহনগঞ্জ পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের দৌলতপুর এলাকার বাসিন্দা। তিনি সৈয়দ সোলায়মান কবীর খোকন ও তানিয়া কবীর দম্পতির ছেলে এবং মোহনগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

পরিবার জানায়, মশিউর পাশের সুফিয়া সুলতান মহিলা মাদ্রাসার কাছে এক শিক্ষকের বাসায় প্রাইভেট পড়তে গিয়েছিল। তবে শিক্ষক জানিয়েছেন, সে ওইদিন রাতেও ক্লাসে আসেনি।

মশিউরের বাবা, দন্তচিকিৎসক সৈয়দ সোলায়মান কবীর বলেন, ‘রাত ৯টার দিকে ছেলের খোঁজ না পেয়ে প্রাইভেট শিক্ষকের সঙ্গে যোগাযোগ করি। তিনি জানান, মশিউর সেদিন প্রাইভেট ক্লাসে যায়নি। আত্মীয়স্বজন, বন্ধু ও পরিচিতদের বাড়িতে খোঁজ করেও কোনো সন্ধান পাইনি। নিখোঁজ হওয়ার সময় তার পরনে খয়েরি গেঞ্জি, প্যান্ট ও স্যান্ডেল ছিল।’

এ ঘটনায় মোহনগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, ‘শিশুটির সন্ধানে কাজ চলছে। আশপাশের থানাগুলোতেও তথ্য পাঠানো হয়েছে।’

ইত্তেফাক/আইএ