বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২
The Daily Ittefaq

প্রবাসীর লাশ নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

আপডেট : ০৫ জুলাই ২০২৫, ২১:৩০

সৌদি প্রবাসী মো. রুবেলের লাশ নিয়ে বাড়ি ফেরার পথে কুমিল্লায় লাশবাহী এ্যাম্বুলেন্স দুর্ঘটনায় রুবেলের বড় ভাই বাবুল (৩২) ও প্রতিবেশী ওসমান মিয়া (৪০) নামে দুইজনের মৃত্যু হয়। এ দুর্ঘটনায় আহত হন তাদের প্রতিবেশী বশির মিয়া।

শনিবার (৫ জুলাই) বিকেল ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার চৌদ্দগ্রাম উপজেলার বাতিশা নামক স্থানে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, সৌদি প্রবাসী তালুকদার পাড়া গ্রামের মো. রুবেলের মরদেহ এক বছর পর শনিবার সৌদি আরব থেকে ঢাকা বিমানবন্দরে নিয়ে আসা হয়। বিমানবন্দর থেকে রুবেলের লাশ নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন রুবেলের বড় ভাই, প্রতিবেশী ওসমান মিয়া ও বশির মিয়া। বিকেল ৫টার দিকে লাশবাহী এ্যাম্বুলেন্সটি জেলার চৌদ্দগ্রাম উপজেলার বাতিশা এলাকায় পৌঁছালে একটি লড়ির পেছনে সজোরে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলে প্রবাসী রুবেলের ভাই বাবুল এবং প্রতিবেশী ওসমান মিয়া নিহত হন। এ দুর্ঘটনায় সঙ্গে থাকা অপর প্রতিবেশী বশির মিয়া (৩০) গুরুতর আহত হন। আহত বশির মিয়াকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাইওয়ে পুলিশের মিয়াবাজার থানার ইনচার্জ মো. সাহাব উদ্দিন দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর লড়ি গাড়ি ও এ্যাম্বুলেন্সের চালক পালিয়ে যায়।

ইত্তেফাক/এমএএস