গাজীপুরের কোনাবাড়ীতে জাতীয় পার্টির নেতা নাসির উদ্দিন পালোয়ান হত্যা মামলায় মহানগরীর ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদল নেতা মো. রাব্বি শেখ ওরফে নাওফিল রাব্বিকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
গ্রেপ্তার রাব্বি জামালপুর সদর উপজেলার মাইনকুর রশিদপুর গ্রামের মো. মকবুল শেখের ছেলে। তিনি কোনাবাড়ী থানার জরুন এলাকার গোলাপ মিয়ার বাসায় ভাড়া থাকতেন এবং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৭ মে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নাসির উদ্দিন পালোয়ান ও তার পরিবারের ৬-৭ জন সদস্যের ওপর সশস্ত্র হামলা চালায় কিশোর গ্যাং সদস্যরা। হামলার নেতৃত্বে ছিলেন রাব্বি। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে নাসির উদ্দিন পালোয়ানকে এলোপাতাড়ি কোপানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৩৫ দিন চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।
এ ঘটনায় গত ২৬ জুন নিহতের ছেলে মো. শাহ আলম পালোয়ান বাদী হয়ে কোনাবাড়ী থানায় ১৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ১৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে জামালপুর থেকে পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে রাব্বিকে গ্রেপ্তার করা হয়। তাকে ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত।

