ব্রাজিলে ব্যাংক ডাকাতিকালে পুলিশের সঙ্গে গুলি বিনিময়কালে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো অনেকে। খবর রয়টার্সের।
রয়টার্সের খবরে বলা হয়, গত শুক্রবার রাত ২ টায় এটিএম বুথে ডাকাতির চেষ্টা চালায় একদল ডাকাত। খবর পেয়ে অভিযান চালায় দেশটির নিরাপত্তা কর্মীরা।
আরো পড়ুন: রাশিয়াকে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের
একপর্যায়ে ডাকাতদলের সঙ্গে ব্যাপক গুলিবর্ষণ শুরু হয়। এতে ৮ ডাকাতের মৃত্যু হয়। এছাড়া ওই সংঘর্ষে ৬ জন বেসামরিক লোকের মৃত্যু হয়েছে।
স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, নিহত বেসামরিক লোকের ৬ জনের ৫ জনই একই পরিবারের সদস্য। এর মধ্যে ২ জন শিশু রয়েছে।ডাকাত দলটির অন্য কোন সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যোগসাজশ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে দেশটির পুলিশ বাহিনী।
ইত্তেফাক/এসআর