শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বাংলা ভাষার ক্রমবিবর্তন নিয়ে সিঙ্গাপুরে একুশ স্মারক অনুষ্ঠান

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ২০:১১

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ও লিটারেসি সোসাইটি, সিঙ্গাপুর ২৪ ফেব্রুয়ারি স্থানীয় একটি মিলনায়তনে একুশে স্মারক অনুষ্ঠান আয়োজন করে। অনুষ্ঠানটি বাংলা ভাষার ক্রমবিকাশকে উপজীব্য করে গ্রন্থিত হয়।

চর্যাপদ থেকে শুরু করে অদ্যাবধি বাংলা ভাষা ও সাহিত্যের সমৃদ্ধকরণে যারা অবদান রেখেছেন তাদের সৃষ্ট গান-কবিতা-গদ্য দিয়ে অনুষ্ঠানটি সাজানো হয়। পরিবেশনায় ছিলেন প্রবাসী বাঙালী শিল্পীরা।

অনুষ্ঠান দেখছেন অতিথিরা। ছবি: সংগৃহীত

সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মো. মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি তার বক্তৃতায় বাংলা ভাষা ও বাংলা সংস্কৃতির গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরে সর্বস্তরে বাংলা ব্যবহারের বিষয়ে গুরুত্ব আরোপ করেন।

তিনি প্রবাসী বাংলাদেশিদের পরবর্তী প্রজন্মের মধ্যে বাংলা ভাষা ব্যবহার ও চর্চার ব্যাপারে উদ্যোগী ও যত্নশীল হওয়ার আহবান জানান। হাই কমিশনার সিঙ্গাপুরে প্রতিষ্ঠিত দুটি বাংলা স্কুল কর্তৃক বাংলা ভাষা ও বাংলা সংস্কৃতি চর্চায় অবদান রাখার ভূয়সী প্রশংসা করেন। কয়েকশত প্রবাসী বাংলাদেশি সপরিবারে অনুষ্ঠানটি উপভোগ করেন।  

ইত্তেফাক/জেডএইচ