শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

এসপি হারুনের অভিযোগের তদন্ত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ১৮:১০

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, নারায়ণগঞ্জ থেকে প্রত্যাহার করা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হারুন অর রশীদের বিষয়ে শিগগিরই তদন্ত শুরু করা হবে। বৃহস্পতিবার সচিবালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

 

এসপি হারুণকে নিয়ে সাংবাদিকদের প্রশ্ন ছিল- ব্যবসায়ীর পরিবারকে রাতে তুলে এনে তিনি চাঁদা দাবি করেছেন, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল বলেন, তিনি উঠিয়ে নিয়ে গেছেন কী না সে বিষয়ে তদন্তের প্রয়োজন রয়েছে। তদন্তের পরেই বিষয়টি পরিষ্কার করে বলা যাবে। বিষয়টি প্রশাসনিক  বিষয় বলেও উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী।

আরো পড়ুন : দেশে ১৭ ভাগ মানুষ মানসিক সমস্যাগ্রস্ত

উল্লেখ্য, চাঁদা না দেওয়ায় নারায়ণগঞ্জের পুলিশ সুপার হারুন অর রশীদ পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাশেমের ছেলে শওকত আজিজ রাসেলের স্ত্রী ও পুত্রকে তুলে আনেন। এরপর তার ব্যক্তিগত গাড়ি জব্দ করে মাদক উদ্ধারের নাটক সাজান এসপি হারুন। পরে গত ৩ নভেম্বর পুলিশ অধিদফতরে পুলিশ সুপার (টিআর) পদে বদলি করা হয়।

 

ইত্তেফাক/ইউবি