শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

এবারের বইমেলা শুরু ২ ফেব্রুয়ারি  

আপডেট : ১৯ জানুয়ারি ২০২০, ১৯:২৬

এবারের অমর একুশে বইমেলা ২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের জন্য মেলা একদিন পর শুরু হবে।  সাধারণত প্রতিবছর ১ ফেব্রুয়ারি মেলা শুরু হয়।

বাংলা একাডেমির মহাপরিচালক কবি ও লেখক হাবীবুল্লাহ সিরাজী রবিবার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সরস্বতি পূজার কারণে নির্বাচন ও এসএসসি পরীক্ষা পাঠানো হয়। আর ১ ফেব্রুয়ারি নির্বাচনের জন্য এবারের বইমেলা পেছানো হলো।

ঢাকার দুই সিটি করপোরেশনের ভোট গ্রহণের জন্য ৩০ জানুয়ারি নির্ধারণ করে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। কিন্তু ভোটের দিন হিন্দু ধর্মাবলম্বীদের সরস্বতী পূজার কারণে নির্বাচন পেছানোর দাবিতে আন্দোলন শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

৩০ জানুয়ারি নির্বাচন স্থগিত চাওয়ার পাশাপাশি ভোটগ্রহণের জন্য নতুন তারিখ নির্ধারণ করার জন্য আদালতে রিট করা হয়। গত ১৪ জানুয়ারি ভোটের দিন পরিবর্তনের নির্দেশনা চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট। পরে রিট খারিজের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়।

ইত্তেফাক/ইউবি