বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আইসিজের আদেশ সারা বিশ্বের মুক্তিকামী মানুষের বিজয়: আইনমন্ত্রী

আপডেট : ২৩ জানুয়ারি ২০২০, ২০:৪৩

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা এক আবেদনের প্রেক্ষিতে জাতিসংঘের সর্বোচ্চ আদালত আইসিজের আদেশ সারা বিশ্বের মুক্তিকামী শান্তিপ্রিয় মানুষের বিজয়।  ওই আদেশে পরিলক্ষিত হয়েছে সারা বিশ্বের মানুষ চায় রোহিঙ্গাদের সমস্যার সমাধান হোক।

তিনি বলেন, মিয়ানমার বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে তাদের প্রকৃত আবাসভূমি ফিরিয়ে দিলেই এই সমস্যার সমাধান হবে।  বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবে ঢাকা ইউনিভার্সিটি এলএলএম 'ল' ইয়ার্স এসোসিয়েশন (ডুলা) এর নতুন কার্য নির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান শুরুর আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।

আরো পড়ুন : বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন যারা

পরে অভিষেক অনুষ্ঠানে অ্যাডভোকেট এসএম মুনিরের সভাপতিত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মির্জা হোসেইন হায়দার, হাইকোর্ট বিভাগের বিচারপতি একেএম আব্দুল হাকিম ও বিচারপতি মো. রেজাউল হাসান, সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এএম আমিন উদ্দিন ও সাধারণ সম্পাদক  ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন প্রমুখ বক্তৃতা করেন।

ইত্তেফাক/ইউবি