কবি হেলাল হাফিজ হাসপাতালে

ফাইল ছবি
অনলাইন ডেস্ক১৩:১২, ২২ মে, ২০১৯ | পাঠের সময় : মিনিট
গুরতর অসুস্থ কবি হেলাল হাফিজকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাত একটার দিকে তাকে হাসপাতালে নেয়া হয়। হাসপাতাল সূত্রে এ খবর নিশ্চিত হওয়া গেছে।
ল্যাবএইড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. শামীম আহমেদের তত্ত্বাবধানে হেলাল হাফিজকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জনপ্রিয় এই কবি দীর্ঘদিন ধরেই চোখ, কিডনি জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। সমপ্রতি তার জ্বর হয়। সেখান থেকে অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
ইত্তেফাক/এএম