শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

গ্রিন রোডে ভবনে বিস্ফোরণ, দগ্ধ ৪

আপডেট : ৩০ জুন ২০১৯, ১২:২৯

রাজধানীর গ্রিন রোডে একটি ভবনে বিস্ফোরণে দগ্ধ হয়েছেন ৪ শ্রমিক। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। রবিবার সকালে এ ঘটনা ঘটে। দগ্ধ শ্রমিকরা হলেন- রাকিব (২০), রাসেল (৩০), সুজন (১৯) ও ফয়েজ (২৩)। 

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় কন্ট্রল রুম সূত্রে জানা যায়, ভবনটির নিচতলায় দগ্ধ ব্যক্তিরা রং ও কাঠের কাজ করছিলেন। এ সময় হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখানে রংয়ের অনেক ড্রাম, স্প্রে ছিল। তবে বিস্ফোরণটি কি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের নাকি গ্যাস সিলিন্ডারের তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। 

ওই ভবনটির চারতলায় কমফোর্ট জেনারেল হাসপাতাল অবস্থিত। তবে হাসপাতালের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, দগ্ধদের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

ইত্তেফাক/জেডএইচ