রাজধানীর লালবাগে পোস্তারডাল নামক এলাকার একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাত ১০ টা ৪০ মিনিটে আগুনের সূত্রপাত ঘটে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাসেল শিকদার। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট কাজ করছে।
স্থানীয়রা জানান, প্লাস্টিক কারখানায় প্রথমে আগুন দেখা যায়। পরে ধীরে ধীরে ৮-১০ টি কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। এই কারখানাগুলোর মধ্যে জুতো এবং প্লাস্টিকের কারখানা রয়েছে।
আরো পড়ুন: ১৫ আগস্টে হামলার শঙ্কা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
স্থানীয়রা আরও জানান, অগ্নিকাণ্ডস্থলের প্রবেশ পথ সরু হওয়ার কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা সহজে ভেতরে প্রবেশ করতে পারছেন না। তাই পাইপ টেনে আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে।
ইত্তেফাক/বিএএফ