রাজধানীর লালবাগে উদ্ধারকৃত এক অচেতন নারীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে। তাকে লালবাগ থানাধীন আজিমপুর সততা ডায়াগনস্টিক সেন্টারের সামনের ফুটপাত থেকে উদ্ধার করে পুলিশ। তার নাম হোসনে আরা (৫০)।
আজ সোমবার সকালে আজিমপুর সততা ডায়াগনস্টিক সেন্টারের সামনে থেকে অচেতন এক নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ১১টায় তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: ‘নির্বাচন কমিশন ভবনের আগুনে ক্ষতির পরিমাণ কম’
সত্যতা নিশ্চিত করেন হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
ইত্তেফাক/কেকে