দু-একদিনের মধ্যেই আরও ৫০ লাখ টিকা আসবে: পাপন

উদয়াচল পার্কের উদ্বোধন করছেন নাজমুল হাসান পাপন। ছবি : সংগৃহীত
ইত্তেফাক অনলাইন রিপোর্ট১৬:৫০, ২৩ জানুয়ারি, ২০২১ | পাঠের সময় : ০.৫ মিনিট
দু-একদিনের মধ্যেই দেশে আরও ৫০ লাখ করোনার টিকা আসবে বলে জানিয়েছেন বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন।
শনিবার রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদয়াচল পার্কের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
আরও পড়ুন : রাজশাহীতে প্রস্তুত চারটি করোনার টিকা কেন্দ্র
নাজমুল হাসান পাপন বলেন, ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে তিন কোটি করোনার টিকা আমদানির চুক্তি হয়েছে। দুই-একদিনের মধ্যেই চুক্তির প্রথম চালান ৫০ লাখ টিকা আসবে বাংলাদেশে। এছাড়া গত ২১ জানুয়ারি ভারত সরকার বাংলাদেশকে ২০ লাখ করোনার টিকা উপহার দিয়েছে।
ইত্তেফাক/ইউবি