শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

হলমার্ক চেয়ারম্যান জেসমিন কারাগারে

আপডেট : ১৫ জুলাই ২০১৯, ১০:৫৫

ভুয়া এলসি খুলে ব্যাংকের অর্থ আত্মসাতের মামলায় হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে।

গতকাল রবিবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক কে এম ইমরুল কায়েস তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী মীর আহমেদ আলী সালাম। তিনি জানান, ভুয়া এলসি খুলে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ৮৫ কোটি ৮৭ লাখ ৩৩ হাজার ৬১৬ টাকা আত্মসাতের মামলায় গত ১০ মার্চ হাইকোর্ট থেকে জামিন পান জেসমিন ইসলাম।

আরো পড়ুন: পাস্তুরিত সব দুধ চার ল্যাবে পরীক্ষার নির্দেশ

হাইকোর্টের দেওয়া ওই আদেশের বিরুদ্ধে দুদক আপিল বিভাগে আবেদন করে তিনি। শুনানি শেষে আপিল বিভাগ গত ১৬ জুন জামিন বাতিল করে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।

ইত্তেফাক/এমআর