শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ঢাকায় করোনা রোগীর ভাইয়ের পলায়ন, সন্ধানে পুলিশের মাইকিং

আপডেট : ১০ এপ্রিল ২০২০, ০০:৩২

রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় লকডাউন করা একটি বাড়ি থেকে করোনা ভাইরাসে আক্রান্ত এক রোগীর ছোট ভাই পালিয়েছে। 

বৃহস্পতিবার বিকালে বাড়ির দেয়াল টপকে তিনি পালিয়ে যান। তার বয়স ৩৫ বছর। বড় ভাইয়ের করোনা পরীক্ষায় পজিটিভ আসার পর পুলিশ ওই বাড়ি লকডাউন করে দেয়।

পুলিশের রমনা বিভাগের ধানমন্ডি জোনের অতিরিক্ত উপকমিশনার আব্দুল্লাহ হিল কাফি বলেন, সন্ধ্যায় তার সন্ধানে হাজারীবাগ এলাকায় মাইকিং করেছে পুলিশ।

এদিকে দুপুরে অনলাইন ব্রিফিংয়ে রোগতত্ত্ব, রোগ নির্ণয় ও গবেষণা ইনস্টিটিউট (আইইসিডিআর) জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছে একজন।

এ নিয়ে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা হলো ৩৩০। আর মৃতের সংখ্যা ২১ জন হয়েছে। আক্রান্তের সংখ্যার দিক দিয়ে ঢাকা এগিয়ে রয়েছে।

ইত্তেফাক/জেডএইচ