শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আমিরের পর শাহিনের জোড়া আঘাত

আপডেট : ২৬ জুন ২০১৯, ১৭:২৫

পরপর জোড়া আঘাত হানলেন শাহিন শাহ আফ্রিদি। খেলার সপ্তম ওভারে শাহিনের বলে আমির সোহাইল এর হাতে ক্যাচ দিয়ে ফিরেন কলিন মুনরো। নবম ওভারে এসে রস টেলরকে সরফরাজের ক্যাচে পরিণত করেন তিনি। ১০ ওভারের খেলা শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ তিন উইকেটে ৪৪ রান।

বার্মিংহ্যামে এই ম্যাচে বৃষ্টির কারণে টসে প্রায় এক ঘণ্টা বিলম্ব হয়। এরপর টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টার দিকে ম্যাচটি শুরু হয়।

মাঠে নেমে দলীয় ৫ রানে আমিরের ব্যক্তিগত প্রথম ওভারের প্রথম বলে বোল্ড হয়ে ফিরেন মার্টিন গাপটিল। আউট হওয়া তিন ব্যাটসম্যানের মধ্যে মুনরো (১২) ছাড়া কেউ দুই অঙ্ক ছুঁতে পারেননি।  

বিশ্বকাপে এখনো অপরাজিত নিউজিল্যান্ড। ছয় ম্যাচে ১১ পয়েন্ট তাদের ঝুলিতে আছে। সমান সংখ্যক ম্যাচে দুটি জয়, তিনটি হারসহ পাকিস্তানের সংগ্রহ ৫ পয়েন্ট। সেমিফাইনাল নিশ্চিত করতে নিউজিল্যান্ডের প্রয়োজন একটি জয়। আর পাকিস্তানের সেমির ভাগ্য এখনো ঝুলন্ত। নিজেদেরকে লড়াইয়ে টিকিয়ে রাখতে তাদের জিততে হবে শেষ তিন ম্যাচও।

ইত্তেফাক/কেআই