বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

উইলিয়ামসনকে ফেরালেন শাদাব, বিপর্যয়ে নিউজিল্যান্ড

আপডেট : ২৬ জুন ২০১৯, ১৮:৫২

নিউজিল্যান্ডের সবচেয়ে বিপজ্জনক ব্যাটসম্যান কেন উইলিয়ামসনকে সাজঘরে ফেরত পাঠালেন শাদাব খান। দুই পেসার মোহাম্মদ আমির ও শাহিন আফ্রিদির পর স্পিনে প্রথম সাফল্য পেলেন শাদাব খান। তার বলে উইকেটের পেছনে সরফরাজের হাতে ধরা পড়ার আগে উইলিয়ামসন ৪১ রান করেন। ২৭ ওভারের খেলা শেষে কিউইদের সংগ্রহ ৫ উইকেটে ৮৪ রান।   

বার্মিংহ্যামে এই ম্যাচে বৃষ্টির কারণে টসে প্রায় এক ঘণ্টা বিলম্ব হয়। এরপর টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।  

মাঠে নেমে দলীয় ৫ রানে আমিরের ব্যক্তিগত প্রথম ওভারের প্রথম বলে বোল্ড হয়ে ফিরেন মার্টিন গাপটিল। এরপর টানা তিন উইকেট তুলে নেন শাহিন শাহ আফ্রিদি। একে একে কলিন মুনরো, রস টেলর ও টম লাথামকে ফিরিয়ে দেন ১৯ বছর বয়সী এই বাঁহাতি পেসার।

বিশ্বকাপে এখনো অপরাজিত নিউজিল্যান্ড। ছয় ম্যাচে ১১ পয়েন্ট তাদের ঝুলিতে আছে। সমান সংখ্যক ম্যাচে দুটি জয়, তিনটি হারসহ পাকিস্তানের সংগ্রহ ৫ পয়েন্ট। সেমিফাইনাল নিশ্চিত করতে নিউজিল্যান্ডের প্রয়োজন একটি জয়। আর পাকিস্তানের সেমির ভাগ্য এখনো ঝুলন্ত। নিজেদেরকে লড়াইয়ে টিকিয়ে রাখতে তাদের জিততে হবে শেষ তিন ম্যাচও।

ইত্তেফাক/কেআই