শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

অব্যাহতি পাওয়া শিক্ষক দিয়ে কক্ষ পরিদর্শন, সচিবকে অব্যাহতি

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৪৬

কুড়িগ্রামের উলিপুরে এসএসসি পরীক্ষা কেন্দ্রের এক কেন্দ্র সচিবকে দায়িত্ব অবহেলার কারণে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার উপজেলার দুর্গাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা চলাকালীন সময়ে ঘটনাটি ঘটে। অব্যাহতি পাওয়া ওই কেন্দ্র সচিব দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উৎপল কান্তি সরকার। 

জানা গেছে, বৃহস্পতিবার সকালে বিজ্ঞান বিভাগের রসায়ন, মানবিক বিভাগের পৌরনীতি ও নাগরিকতা ও বাণিজ্য শাখার ব্যবসায় উদ্যোগ পরীক্ষা চলাকালীন সময়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা তাসনিম ওই কেন্দ্র পরিদর্শনে যান। এসময় ওই কেন্দ্রের বিভিন্ন অনিয়মসহ অব্যাহতি প্রাপ্ত শিক্ষক দিয়ে কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালনের বিষয়টি তার নজরে আসে। পরে উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাদেরকে বিষয়টি অবহিত করলে তিনি কেন্দ্র সচিব উৎপল কান্তি সরকারকে পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করেন।

আরও পড়ুন: অবৈধ ইটভাটা ও ব্যাটারি কারখানায় অভিযান জরিমানা

এ বিষয়ে ওই কেন্দ্রের সচিব জানান, অব্যাহতি দেওয়ার বিষয়টি শুনেছি, এখনও চিঠি পাইনি।

ইত্তেফাক/এসি