শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

অধ্যাপক গোলাম রহমানের স্ত্রীর মৃত্যুতে ঢাবির সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিকের শোক

আপডেট : ২১ জুলাই ২০২০, ২১:৪৫

সাবেক প্রধান তথ্য কমিশনার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক অধ্যাপক গোলাম রহমানের স্ত্রী নাঈম আরা হোসেনের মৃত্যুতে ঢাবির সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক শোক প্রকাশ করেছেন।

মঙ্গলবার (২১ জুলাই) এক শোকবার্তায় আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘অধ্যাপক গোলাম রহমানের সহধর্মিনী হিসাবে তিনি অত্যন্ত অতিথি পরায়ণ ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা পরিবারের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিলো।’

আরও পড়ুন: ঢাবির সাবেক অধ্যাপক গোলাম রহমানের স্ত্রী মারা গেছেন

শোকবার্তায় আরেফিন সিদ্দিক মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, অধ্যাপক গোলাম রহমানের স্ত্রী নাঈম আরা হোসেন (৬৫) আজ মঙ্গলবার (২১ জুলাই) ভোর পাঁচটা ৪০ মিনিটে কল্যাণপুরে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। অধ্যাপক গোলাম রহমান গত ২৯ মে থেকে স্ত্রী, ছেলে, পুত্রবধূ ও গৃহকর্মী মিলে পাঁচজন করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন। করোনা ভাইরাস থেকে সেরে উঠলেও গত ২০ দিন ডাইবেটিসসহ নানা জটিলতায় ভুগছিলেন তিনি।

ইত্তেফাক/এএএম