শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

চবি ভর্তি পরীক্ষা: নতুন সূচিতে চলবে শাটল ট্রেন

আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ১৫:১৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভর্তি পরীক্ষার্থীদের সুবিধার্থে স্বাভাবিকের চেয়ে বেশিবার শাটল যাতায়াতের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সে অনুযায়ী দেওয়া হয়েছে নতুন সময়সূচী।

আগামী ২৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত চলবে বিশ্ববিদ্যালয় শাটল ট্রেনের এই বিশেষ পরিবর্তিত সূচি। এক্ষেত্রে ১১ বার করে মোট ২২ বার নগরীর বটতলী স্টেশন থেকে ক্যাম্পাস ও ক্যাম্পাস থেকে বটতলীর উদ্দেশ্যে যাতায়াত করবে।

বিশেষ সার্ভিসের সময়সূচী
নগরীর বটতলী রেলস্টেশন থেকে যথাক্রমে সকাল ৬ টায়, সকাল সাড়ে ৬টায়, সাড়ে ৭ টায়, ৮ টা ১৫ মিনিটে , ৮টা ৪৫ মিনিটে, ১১ টা ৪০ মিনিটে, ১২ টায়, দুপুর সাড়ে ১২ টায়, বিকেল ৩ টায়, ৪ টায় ও রাত সাড়ে ৮ টায় বিশ্ববিদ্যালয় উদ্দেশ্যে ছেড়ে যাবে।

অন্যদিকে বিশ্ববিদ্যালয় স্টেশন থেকে যথাক্রমে সকাল ৭ টা ০৫ মিনিটে, সকাল ৭ টা ৩৫ মিনিটে, সকাল ৮ টা ৪০ মিনিটে, সকাল ৯ টা ২০ মিনিট, ১০ টায়, দুপুর ১ টায়, দুপুর দেড়টায়, বিকেল ৩ টায়, বিকেল ৫ টায়, বিকেল সাড়ে ৫ টায় ও রাত ৯ টা ১০ মিনিটে নগরীর বটতলী উদ্দেশ্যে ছেড়ে যাবে।

সব ট্রেনই ঝাউতলা, ষোলশহর, ক্যান্টনমেন্ট, চৌধুরীহাট, ফতেয়াবাদ স্টেশনে কিছুক্ষণ থেমে বিশ্ববিদ্যালয় স্টেশনে যাবে।

ইত্তেফাক/এমএএম