শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে কু-প্রস্তাব, শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ-মামলা

আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ১৭:৩৪

সাতক্ষীরার শ্যামনগরে নকিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান বিভাগের শিক্ষক হাফিজুর রহমানের বিরুদ্ধে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে কু-প্রস্তাবসহ শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই স্কুলের ছাত্র-ছাত্রীরা বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে। গত বুধবার সকাল ১০ দিকে শতাধিক ছাত্র-ছাত্রীরা উপজেলার প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ শেষে শ্যামনগর প্রেসক্লাব চত্বরে এক মানববন্ধনে মিলিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছাত্র-ছাত্রীরা জানায়, গত মঙ্গলবার স্কুল চলাকালীন সময়ে শিক্ষক হাফিজুর রহমান ৬ষ্ট শ্রেণির এক ছাত্রীকে কু-প্রস্তাবসহ শ্লীলতাহানির ঘটনা ঘটায়। ওই শিক্ষক প্রায়ই মেয়েদের সঙ্গে অশোভন আচরণ করেন। 

স্কুলের প্রধান শিক্ষক ড. আব্দুল মান্নান বলেন, তদন্ত সাপেক্ষে শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন: চন্দনাইশে সন্ত্রাসী‌দের হাতে যুবক খুন

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হাবিল হোসেন বলেন, বুধবার দুপুরে ওই স্কুল ছাত্রী বাদী হয়ে শিক্ষক হাফিজুর রহমানের বিরুদ্ধে শ্যামনগর থানায় শ্লীলতাহানির অভিযোগে মামলা দায়ের করেছে।ওই শিক্ষককে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজজমান বলেন, তদন্তে প্রমাণ পেলে শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

ইত্তেফাক/অনি