বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বুয়েট শাখা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকের কক্ষ সিলগালা

আপডেট : ১২ অক্টোবর ২০১৯, ১৭:৩১

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) শাখা ছাত্রলীগের সভাপতি জামিউস সানি ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেলের কক্ষ সিলগালা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুয়েটের ছাত্রকল্যাণ উপদেষ্টা অধ্যাপক ড. মো. মিজানুর রহমান শনিবার দুপুরে রুমগুলো সিলগালা করেন।

 

 

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ( বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয়ে সাংগঠনিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ করার পর এ পদক্ষেপ নেয়া হলো।

 

এছাড়া বুয়েট ছাত্রলীগের অফিস কক্ষ হিসেবে ব্যবহৃত আহসান উল্লাহ হলের ১২১ নম্বর কক্ষ সিলগালা করা হয়।

আরো পড়ুন : নরেন্দ্র মোদির জন্য মন্দির নির্মাণ করছেন মুসলিম নারীরা

বুয়েটের আহসান উল্লাহ হলের ৩২১ নম্বর কক্ষে থাকতেন বুয়েট শাখা ছাত্রলীগের সভাপতি জামিউস সানি। অন্যদিকে শেরেবাংলা হলের ৩০১২ নম্বর কক্ষে থাকবেন বুয়েট শাখা ছাত্রলীগের সাধারণ  সম্পাদক মেহেদী হাসান রাসেল। আবরার ফাহাদ হত্যা মামলায় রাসেল গ্রেপ্তার হয়েছেন।

 

এর আগে বুয়েটের হলগুলো থেকে সিট দখলকারীদের উচ্ছেদ ও ছাত্রসংগঠনগুলোর অফিস সিলগালা করার নির্দেশনা জারি করে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. সাইদুর রহমানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়।

 

 

ইত্তেফাক/ইউবি