শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

দেশের বাইরে প্রথমবার শাহ আবদুল করিম স্মরণ উত্সব

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২০, ০৪:৪১

বাউল সম্রাট শাহ আবদুল করিমের ১১তম মৃত্যুবার্ষিকীকে ঘিরে তার স্মরণে প্রথমবারের মতো বিদেশের মাটিতে ‘শাহ আবদুল করিম স্মরণ উত্সব’ আয়োজন করা হয়। গতকাল লন্ডনে উত্সবটি আয়োজন করা হয়।

এ আয়োজনে যুক্ত ছিলেন সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার উজানধল গ্রামের তার উত্তরাধিকার বাউল শিল্পীরা। এছাড়াও কলকাতা থেকে যুক্ত ছিল দুই বাংলার জনপ্রিয় লোকগানের দল ও আবদুল করিমের ভাবশিষ্য কালিকা প্রসাদের দল ‘দোহার’। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন থিয়েটার কর্মী ও টিভি থ্রির জনপ্রিয় উপস্থাপক জয় দেব দুলু। সঙ্গে আরো ছিলেন উপস্থাপক, গীতিকার ও কবি জাহাঙ্গীর রানা। 

শাহ আবদুল করিম স্মরণ উত্সবের প্রেসিডেন্ট শফিকুল ইসলাম বলেন, ‘আমরা এই প্রথমবারের মতো লন্ডনে শাহ আবদুল করিম স্মরণ উত্সব আয়োজন করলাম। এপার বাংলা, ওপার বাংলা এবং যুক্তরাজ্যের শিল্পীদের অংশগ্রহণের মাধ্যমে এই অনুষ্ঠানটিকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার ইচ্ছে ছিল আমাদের।’ 

আরও পড়ুন: নিউজিল্যান্ডে লকডাউন-বিরোধী বিক্ষোভ

থিয়েটার কর্মী ও টিভি থ্রির জনপ্রিয় উপস্থাপক জয় দেব দুলু বলেন, ‘বাউল সম্রাটের স্মরণে বিদেশের মাটিতে প্রথমবারের মতো আমরা অনুষ্ঠানটি আয়োজন করলাম। বেশ সাড়া পেয়েছি।’


ইত্তেফাক/আরআই

এ সম্পর্কিত আরও পড়ুন