বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

এপ্রিলে চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন

আপডেট : ২৭ জানুয়ারি ২০২১, ০৯:৩০

আগামী ২ এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনের আয়োজন করা হচ্ছে। গত ২৪ জানুয়ারি চলচ্চিত্র পরিচালকদের স্বার্থ সংরক্ষণে গঠিত সমিতির কার্যনির্বাহী পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির মহাসচিব বদিউল আলম খোকন।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন আব্দুল লতিফ বাচ্চু। এছাড়া কমিশনার হিসেবে থাকছেন আ স ম শফিকুর রহমান ও ডি এইচ নিশান। নির্বাচনের ৪৫ দিন আগে থেকে তারা কার্যক্রম শুরু করবেন। প্রতিবারের মতো এফডিসিতেই ভোটগ্রহণ করা হবে।

করোনার কারণে নির্বাচনে কিছুটা বিলম্ব হলেও এবারের নির্বাচনে ৪টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করার গুঞ্জন চলছে।

আরও পড়ুন: এখন প্রয়োজন সবার ঐক্য

২০১৯ সালের ২৫ জানুয়ারি পরিচালক সমিতির নির্বাচনে মুশফিকুর রহমান গুলজার ও বদিউল আলম খোকন প্যানেল জয়ী হয়েছিল। এই কমিটির মেয়াদ গত ৩১ ডিসেম্বর শেষ হয়েছে।

ইত্তেফাক/এমআর

এ সম্পর্কিত আরও পড়ুন