বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মসজিদ খুলে দেওয়ায় সরকারকে ধন্যবাদ জানলেন দেশের শীর্ষ আলেমরা

আপডেট : ০৬ মে ২০২০, ২২:৩৫

বাংলাদেশের শীর্ষ ওলামায়ে কেরামের দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ থেকে মসজিদে মুসল্লিদের নামাজ আদায়ের জন্য মসজিদ উন্মুক্ত করে দেওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফীসহ ১৫ শীর্ষ ওলামায়ে কেরামসহ ১১০ আলেম। মঙ্গলবার বিবৃতি তারা সরকারকে ধন্যবাদ জানান।

তারা বলেন, বিপদ-আপদ, বালা-মুসীবতে মুসলমান মসজিদমুখী হয়। আল্লাহর ইবাদত-বন্দেগীর মাধ্যমে বিপদ মুক্তির বিশ্বাস করে। মসজিদ উন্মুক্ত না থাকায় সারাদেশের ধর্মপ্রাণ মুসল্লিদের হৃদয়ে রক্তক্ষরণ চলছিল। আজ সুস্থ মুসল্লিদের জন্য মসজিদ উন্মুক্তের সরকারি ঘোষণায় দেশবাসী আনন্দিত। 

তারা আশা করেন, মসজিদ খোলা থাকলে আল্লাহর রহমত তরান্বিত হবে এবং করোনা ভাইরাসসহ সকল রোগ-বালাই থেকে মানুষ মুক্তি পাবে ইনশাআল্লাহ। 

ওলামায়ে কেরাম সকলকে স্বাস্থ্যবিধি মেনে সতর্কতার সাথে মসজিদে ইবাদত-বন্দেগী করার জন্য অনুরোধ জানিয়েছেন।

বিবৃতিদাতাগণ হলেন- হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী, হাটহাজারী মাদরাসার প্রধান মুফতি আল্লামা আব্দুস সালাম চাটগামী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীরে শরীয়ত মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী, বারিধারা মাদরাসার প্রিন্সিপাল ও শায়খুল হাদিস আল্লামা নূর হুসাইন কাসেমী, সাবেক মন্ত্রী, শায়খুল হাদীস মুফতি মোহাম্মদ ওয়াক্কাস, চট্রগ্রাম বাবুনগর মাদরাসার প্রিন্সিপাল ও শায়খুল হাদিস আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, শায়খুল হাদিস আল্লামা নুরুল ইসলাম (আদীব সাহেব হুজুর), মহাপরিচালক ওলামা বাজার মাদরাসা ফেনী। মাওলানা নুরুল ইসলাম শায়খুল হাদিস ও প্রিন্সিপাল, মাখজানুল উলূম খিলগাঁও, ঢাকা। শায়খুল হাদিস আল্লামা মুনিরুজ্জামান সিরাজী (বড় হুজুর) ব্রাক্ষণবাড়িয়া। জামিয়া ইউনুসিয়া ব্রাক্ষণবাড়িয়ার প্রিন্সিপাল আল্লামা মুফতি মুবারকুল্লাহ, আল্লামা শাহ মোহাম্মদ তৈয়্যব, মহাপরিচালক, জিরি মাদরাসা চট্রগ্রাম। শায়খুল হাদিস মাওলানা ইসমাঈল নূরপুরী আমীর, বাংলাদেশ খেলাফত মজলিস, শায়খুল হাদিস আল্লামা আব্দুল হক, খতিব ময়মনসিংহ বড় মসজিদ। শায়খুল হাদীস আল্লামা উবায়দুল্লাহ ফারুক, বারিধারা। অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, পীর সাহেব কাপাসিয়া, গাজিপুর। শায়খুল হাদিস মুফতি আব্দুল বারী, প্রিন্সিপাল, জামিয়া আশরাফিয়া সাইনবোর্ড, ঢাকা। মাওলানা মাহফুজুল হক প্রিন্সিপাল, জামিয়া রাহমানিয়া আরাবিয়া ঢাকা। মারকাজুল উলুম খুলনার প্রিন্সিপাল মুফতি গোলাম রহমান, শায়খুল হাদিস আল্লামা সোলায়মান নোমানী, হযরত হাফেজ্জী হুজুর রহ. এর সুযোগ্য খলিফা শায়খুল হাদিস আল্লামা ইসমাঈল বরিশালী। মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী মহাসচিব, বাংলাদেশ খেলাফত আন্দোলন। শায়খুল হাদিস আল্লামা শেখ আজীমুদ্দীন, শায়খুল হাদিস মুফতি মহিবুল হক, মুহতামিম, দরগাহ মাদরাসা সিলেট। মুফতি জসীমুদ্দীন হাটহাজারী মাদরাসা। জামিয়া নুরিয়ার প্রধান মুফতি আল্লামা মুজিবুর রহমান, মাওলানা আব্দুর রহমান, শায়খুল হাদিস উজানী মাদরাসা চাঁদপুর। মুফতি ইয়াহইয়া, প্রধান মুফতি লালবাগ মাদরাসা, ঢাকা প্রমুখ। 

ইত্তেফাক/বিএএফ