মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

লেবানন থেকে আজ ফিরছে আরও ৪২২ বাংলাদেশি কর্মী

আপডেট : ১৮ জুন ২০২১, ১০:৫০

লেবানন থেকে আরও ৪২২ বাংলাদেশি কর্মী দেশে ফিরছেন। শুক্রবার বিকেলে ফিরবেন তারা। রাজধানী বৈরুতের শহীদ রফিক হারিরি বিমানবন্দর থেকে তদেরকে নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট ঢাকার উদ্দেশে রওনা হবে।

এর আগে বৃহস্পতিবার বৈরুতের আল আনসার স্টেডিয়ামে সবার হাতে বিমান টিকিট তুলে দেয় বাংলাদেশ দূতাবাস। এ সময় লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান ও শ্রম সচিব আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।

এর আগে গত ৮ মে ৪১৭ জন বাংলাদেশি দেশে ফিরে আসেন। ১৫ ফেব্রুয়ারি থেকে বিমানের ১৬টি বিশেষ ফ্লাইটে এখন পর্যন্ত প্রায় সাড়ে ছয় হাজার বাংলাদেশি দেশে ফিরেছেন।

করোনায় দীর্ঘ মেয়াদি লকডাউন, রাজনৈতিক অস্থিরতায় চরম আর্থিক সংকটে মানবেতর জীবনযাপন করছেন প্রবাসী বাংলাদেশিরা।

ইত্তেফাক/এএএম