বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পদ্মা সেতুতে বসলো ১৫তম স্প্যান, দৃশ্যমান ২২৫০ মিটার

আপডেট : ২২ অক্টোবর ২০১৯, ১৭:৫৫

জাজিরা প্রান্তে মঙ্গলবার পদ্মা সেতুর ১৫তম স্প্যান বসানো হলো। এতে সেতুর ২২৫০ মিটার দৃশ্যমান হলো। ১৫তম স্প্যানটি পিয়ার ২৩ এবং পিয়ার ২৪ এর উপর স্থাপন করা হয়। সেতুর আরো ৫টি স্প্যান শতভাগ প্রস্তুত আছে যা বসানোর প্রক্রিয়াধীন। যত দ্রুত সম্ভব স্প্যানগুলো পিয়ারের উপর বসানো হবে। 

এর আগে গত ১৪ অক্টোবর সোমবার স্প্যানটি জাজিরার চর থেকে ২৩-২৪ নম্বর পিয়ারের কাছে নেওয়া হয়। তবে, এরমধ্যে মাওয়া প্রান্তে একটি স্প্যান অস্থায়ীভাবে বসানো আছে।

এ ব্যাপারে প্রকৌশলীরা জানান, বর্ষাকালে পদ্মা নদীতে প্রচুর পলি আসে। পলি জমে চ্যানেল প্রায় বন্ধ হয়ে যায়। স্প্যান বহনকারী ক্রেনটি নাব্য সংকটের কারণে চলতে পারে না। তাই, স্প্যান বসানোর শিডিউল এভাবে নির্ধারণ করা হয়।

ইত্তেফাক/জেডএইচ