শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

তিন বছর পর আওয়ামী লীগের জাতীয় কমিটির সভা আজ

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৯, ০৫:৫৪

আওয়ামী লীগের জাতীয় কমিটির সভা আজ বুধবার বিকাল ৪টায় গণভবনে অনুষ্ঠিত হবে। দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম এ সভা গঠনতন্ত্র অনুযায়ী প্রতিবছর অন্তর হওয়ার কথা। কিন্তু গত তিন বছরে জাতীয় কমিটির সভা একবারও হয়নি।

 

আগামী ২০ ও ২১ ডিসেম্বর দলের ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলনকে সামনে রেখে অনুষ্ঠেয় আজকের জাতীয় কমিটির সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানা গেছে, জাতীয় কমিটির বৈঠকে আসন্ন কেন্দ্রীয় সম্মেলনকে সামনে রেখে দলের বাজেট পাশ, গঠনতন্ত্রে কোনো রদবদল থাকলে সেটা হবে। তবে বাজেট পাশই মূল বিষয়। তারপর সম্মেলন হচ্ছে, সেটাও বাজেট অনুমোদন হবে গুরুত্বপূর্ণ এ কমিটির বৈঠকে।

আরো পড়ুন : বুড়িগঙ্গার পাড়ে সুয়্যারেজ লাইন থাকলে বন্ধ করুন: হাইকোর্ট

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি সভায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিতি থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। সর্বশেষ ২০১৬ সালের ১৫ অক্টোবর দলের ২০তম জাতীয় সম্মেলনকে সামনে রেখে আওয়ামী লীগের জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছিল।

 

ইত্তেফাক/এসি