শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পুলিশ দেশের মালিক না দেশের সেবক: ড. কামাল

আপডেট : ২৬ এপ্রিল ২০১৯, ১৯:৫২

পুলিশ যেন তার ক্ষমতার বাইরে গিয়ে কোনো অন্যায়-অত্যাচার করতে না পারে, সে জন্য জনগণকে সতর্ক থাকতে বলেছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।

তিনি বলেন, ‘সুষ্ঠু গণতন্ত্র ও সংবিধানের শাসন তখনই থাকে, যখন পুলিশ তার দায়িত্ব ঠিকভাবে পালন করে। সংবিধান মেনে তারা আইন অনুযায়ী দায়িত্ব পালন করবে।’

আরও পড়ুন: শ্রীলঙ্কায় হামলাকারীদের তালিকায় যুক্তরাষ্ট্রের নারীর ভুল ছবি

শুক্রবার সকালে ঢাকার মহানগর নাট্যমঞ্চে গণফোরামের বিশেষ জাতীয় কাউন্সিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
ড. কামাল বলেন, ‘অর্থের বিনিময়ে ভোট বিক্রি করা অন্যায়। জনগণকে এসব ব্যাপারে সতর্ক থাকতে হবে।’

এ সময় তিনি সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার প্রশংসা করে বলেন, ‘সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার রায় দেওয়ায় তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।’

ইত্তেফাক/জেডএইচ