বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বাণিজ্যিক সংগঠনগুলোর নির্বাচন আয়োজনের সময় শিথিল

আপডেট : ০৭ এপ্রিল ২০২১, ২১:২৮

ইত্তেফাক রিপোর্ট

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে বাণিজ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্ত বাণিজ্যিক সংগঠনগুলোর নির্বাচনের সময় শিথিল করেছে সরকার। সমিতিগুলো বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন আগামী ডিসেম্বর পর্যন্ত পেছাতে পারবে। তবে কেউ চাইলে চলমান তপশিল অনুযায়ী নির্বাচন প্রক্রিয়া চালাতে পারবে। বাণিজ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত দুই দফা বিজ্ঞপ্তি জারি করা হয়। এতে বলা হয়, কোভিড-১৯-এর বিস্তার রোধে ও জনসমাগম রোধে বাণিজ্য মন্ত্রণালয়ের লাইসেন্সপ্রাপ্ত সব বাণিজ্যিক সংগঠনের বার্ষিক সাধারণ সভা ও কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠানের জন্য আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়েছে। বর্ধিত সময়ে সংগঠনগুলো তাদের সুবিধাজনক সময়ে সাধারণ সভা ও নির্বাচন করতে পারবে। গতকাল আরেক বিজ্ঞপ্তিতে বিস্তারিত যোগ করে বলা হয়, যেসব বাণিজ্যিক সংগঠন স্বাস্থ্যবিধি মেনে বার্ষিক সাধারণ সভা আয়োজন ও নির্বাচন বোর্ড কর্তৃক ঘোষিত তপশিল অনুযায়ী নির্বাচন প্রক্রিয়া চলমান রেখেছে তাদের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন করতে বাধা নেই।