শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বিশ্ব খাদ্য সংস্থার শুভেচ্ছা দূত তামিম

আপডেট : ০২ জুন ২০২০, ০৬:২২

জাতিসংঘের খাদ্য সংস্থা ডব্লিউএফপির শুভেচ্ছাদূত মনোনীত হয়েছেন তামিম ইকবাল।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক নিজেই এই খবর জানিয়ে ফেসবুকে লিখেছেন, ‘আমি জাতিসংঘের সংস্থা ডব্লিউএফপির জাতীয় গুডউইল অ্যামবাসেডর হিসেবে নিযুক্ত হতে পেরে সম্মানিত বোধ করছি। এই সংস্থাটি বাংলাদেশসহ সারা বিশ্বকে ক্ষুধামুক্ত করার জন্য কাজ করে চলেছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ হত্যা: যা বলছে ময়নাতদন্ত

তিনি আরও লিখেন, যদিও সাম্প্রতিক সময়ে বাংলাদেশ প্রশংসনীয় মাত্রায় অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছে, তবুও দারিদ্র্যের হার এখনো প্রকট, বিশেষ করে গ্রামীণ অঞ্চলগুলোতে। চলমান কোভিড-১৯ মহামারি অনেকের জীবনকেই আরো বেশি সংকটময় করে তুলেছে। আমি সাধ্যমতো চেষ্টা করার আশা রাখি যাতে ডব্লিউএফপি ক্ষুধার বিরুদ্ধে লড়াই করে সহযোগিতা প্রয়োজন এমন সব পরিবারের পাশে দাঁড়াতে পারে।

ইত্তেফাক/আরআই