শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সোমবারের দিকে তাকিয়ে ফুটবল সংশ্লিষ্টরা

আপডেট : ০৯ আগস্ট ২০২০, ১৮:৫৫

বিশ্বকাপ বাছাইয়ের জন্য বাংলাদেশ ফুটবল ক্যাম্পে ডাক পাওয়া ফুটবলারদের মধ্যে বেশির ভাগ খেলোয়াড়ই করোনা আক্রান্ত। এমন পরিস্থিতিতে আগামী কাল সোমবার ( ১০ আগস্ট) আলাদা দুটি প্রতিষ্ঠানে তাদের করোনার নমুনা পরীক্ষা করানো হবে। তাই সোমবারের দিকেই তাকিয়ে আছেন কোচসহ দলের কর্মকর্তারা। 

মাঠে নামার আগেই বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে কাঁপিয়ে দিয়েছে অদৃশ্য ভাইরাস করোনার থাবায়। এ অবস্থায় সোমবার দিনটি গুরুত্বপূর্ণ জাতীয় দলের ক্যাম্পের জন্য। আগের করা পরীক্ষার ফল সঠিক কিনা তা নিশ্চিত হতে সোমবার সবাইকে দুই প্রতিষ্ঠানে আবার করোনা পরীক্ষা করানো হবে। কারণ, ৩০ জনের করোনা পরীক্ষা করে ১৮ জন পজিটিভ, এতে বিস্মিত অনেকে। যে কারণে দুই প্রতিষ্ঠানে পরীক্ষা করে ফলাফল মিলিয়ে তারপর ব্যবস্থা নেবে বাফুফে।

দুই জায়গার পরীক্ষার ফল যাদের পজিটিভ হবে, তাদের জন্য আইসোলেশনের ব্যবস্থা করবে বাফুফে। দুই জায়গায় নেগেটিভ হলে তাদের মাঠে নামিয়ে দেবে অনুশীলন করতে। আর দুই প্রতিষ্ঠানের ফলাফল দুই রকম হলে তাদের আবার পরীক্ষা করানো হবে দুই তিন দিন পর।

সোমবারের দিকে এখন তাকিয়ে সবাই। বিশেষ করে কোচ জেমি ডে। লন্ডনে অবস্থানরত বাংলাদেশ দলের কোচ জেমি ডে বলেন, ‘সোমবার দিনটা মহা গুরুত্বপূর্ণ। তবে আমার বিশ্বাস স্বস্তির খবরই পাবো। আমি মনে করি না যে, ১৮ জনই আবার পজিটিভ হবে।’

করোনার এই ভয়াল থাবায় বাংলাদেশ ফুটবল দল নিয়ে কি ভাবছেন কোচ জেমি ডে? যদি আবারো সবার করোনা পজিটিভ হয় তাহলে কি বিকল্প খেলোয়াড়দের নিয়েই ভাববেন জেমি? এমন নানা প্রশ্ন বাতাসে ভাসছে। তাই তো সোমবারের দিকেই তাকিয়ে আছেন ফুটবল সংশ্লিষ্টরা।  

বাফুফে থেকে জানানো হয়েছে ৩১ আগস্ট জামাল ভূঁইয়ার আসার সম্ভাব্য তারিখ। তবে কোচ নিশ্চিত নন কবে অধিনায়ক যোগ দিতে পারবেন ক্যাম্পে। তিনি বলেন, ‘জামালের আসাটা নির্ভর করছে ডেনমার্ক থেকে অন্য দেশে ভ্রমণের বিধিনিষেধ শিথিলের ওপর।’

জামালের জন্য কতদিন অপেক্ষা করতে পারবেন কোচ? জেমি অন্তত ১৫ সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চান, ‘জামালকে তৈরি করার জন্য আমার দরকার হবে এক মাস। কারণ সে ফিট খেলোয়াড়, নিজের থেকে সবকিছু করে। আশা করছি, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই পৌঁছতে পারবে সে।’

ম্যানেজার সত্যজিৎ দাস রুপু জামালের ক্যাম্পে যোগ দেয়া প্রসঙ্গে বলেছেন, ‘আমরা যতটুকু জানতে পেরেছি তাতে ১ সেপ্টেম্বর থেকে ডেনমার্কে সরকার তাদের নাগরিকদের অন্য দেশে ভ্রমণের কড়াকড়ি শিথিল করবে। ফ্লাইট চালু হলেই জামাল চলে আসবে।’

ইত্তেফাক/এসআই