শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

‘জুভেন্তাস ছাড়ছে না রোনালদো’

আপডেট : ১১ আগস্ট ২০২০, ০৩:১০

জুভেন্তাস চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকে বিদায় নিতেই ইউরোপীয় সংবাদ মাধ্যমে গুঞ্জন, ক্লাব ছাড়তে পারেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে ক্লাবের চেয়ারম্যান আন্দ্রেয়া অ্যাগনেল্লি তেমন কিছুর সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। জানিয়েছেন, জুভেন্তাসেই থাকবেন পর্তুগিজ তারকা।

রিয়াল মাদ্রিদকে টানা তিন চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়ে রোনালদো জুভেন্তাসে পাড়ি জমানোর পরই ক্লাবটির ইউরোপসেরা হওয়ার লক্ষ্যের কথা জানিয়েছিলেন দলটির কোচ, চেয়ারম্যান ও খেলোয়াড়রা। কিন্তু শেষ দুই মৌসুমে সে লক্ষ্যে পৌঁছুতে পারেনি দলটি।

গত শুক্রবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকে বিদায়ের পর চাকরি যায় কোচ মাউরিজিও সারির। এরপর গুঞ্জন ওঠে রোনালদোর ক্লাব ছাড়ার। তবে চেয়ারম্যান অ্যাগনেল্লি জানালেন, সেসব কেবলই গুঞ্জন। বললেন, ‘আমি পুরোপুরি নিশ্চিত যে সে ক্লাবে থাকছে। আমার মনে হয় বেশ কয়েক মাস আগে তার দেওয়া এক সাক্ষাত্কার থেকে এ (রোনালদোর ক্লাব ছাড়ার) প্রতিবেদনটি করা হয়েছিল, যা একটা ফরাসি দলের মুখোমুখি হওয়ার আগে ছাপা হয়।’

প্রতিবেদনগুলোকে ‘সংবাদ মাধ্যমগুলোর কারসাজি’ বলেও আখ্যা দেন জুভেন্তাস প্রধান। অ্যাগনেল্লির ভাষ্য, ‘এটা খুবই পুরোনো সংবাদ মাধ্যমের কারসাজি। আমি আপনাকে নিশ্চয়তা দিতে পারি জুভেন্তাসের অন্যতম এক স্তম্ভ হয়েই থাকবে রোনালদো।’

ইত্তেফাক/এসআই