শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সত্যিই অনেক ভয়ে ছিলাম: কোহলি

আপডেট : ৩০ আগস্ট ২০২০, ২৩:২৭

গেল ফেব্রুয়ারির শেষে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। আর মার্চ থেকে করোনার প্রকোপ শুরু হয়ে যাওয়ায় স্থবির ছিল বিশ্ব ক্রিকেট।

তবে গেল জুলাই থেকে শুরু হয়েছে ক্রিকেট। আর প্রায় ছয় মাস পর ক্রিকেট ব্যাট ধরলেন কোহলি। আইপিএলের ত্রয়োদশ আসর খেলতে বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে আছেন তিনি। রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু প্রথম নেট সেশনে ব্যাটিং অনুশীলন করেন কোহলি।

ব্যাটিং শেষে গণমাধ্যমকে কোহলি বলেন, সত্যি বলতে, আমি অনেক ভয়ে ছিলাম। গত ৫ মাস ধরে আমি ব্যাট ধরিনি। তবে, এটিও সত্যি, প্রত্যাশার চেয়ে ভালো অবস্থায় আছি। লকডাউনের মধ্যেও ফিটনেস নিয়ে কাজ করেছি। তাই ফিটনেস নিয়ে সমস্যা নেই। যেমনটা আশা করেছিলাম, তার চেয়ে অনেক ভালো অনুশীলন হয়েছে।

ব্যাটিং অনুশীলনে ভালোভাবেই বলকে সামলাতে পারছেন বলেও জানান কোহলি। তিনি বলেন, ‘বল দেখার জন্য ও খেলার জন্য আমি ভালো সময় পেয়েছি। এটা অনেক বড় সুবিধা। যদি ফিটনেস ভালো না থাকতো, তাহলে সমস্যা হতো। ঠিকমত নড়াচড়াই করতে পারতাম না।’

ইত্তেফাক/জেডএইচডি