বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আরিফুলের ছক্কা বৃষ্টিতে জিতল সাকিবদের খুলনা

আপডেট : ২৫ নভেম্বর ২০২০, ০১:৩২

বঙ্গবন্ধু টি-২০ কাপের প্রথম দিনের প্রধান আকর্ষণ ছিলেন সাকিব আল হাসান। ফিক্সিং প্রস্তাব গোপন করে পাওয়া নিষেধাজ্ঞা কাটিয়ে মঙ্গলবারই  প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন সাকিব।

গতকাল বল হাতে ৩ ওভারে ১৮ রান দিয়ে ১ উইকেট পেয়েছেন। ব্যাটিংয়ে ১৩ বলে খেলেছেন ১৫ রানের ইনিংস। সাকিবের ফেরার ম্যাচে টুর্নামেন্টের টপ ফেভারিট জেমকন খুলনাকে জিতিয়েছে আরিফুল হকের ছক্কা বৃষ্টি। 

শেষ ওভারে জয়ের জন্য ২২ রান দরকার ছিল খুলনার। মেহেদী হাসান মিরাজের করা ওভারে পাঁচ বলে চারটি ছক্কা মেরে অবিশ্বাস্যভাবে খুলনাকে ম্যাচ জেতান আরিফুল। গতকাল মিরপুর স্টেডিয়ামে ফরচুন বরিশালকে ৪ উইকেটে পরাজিত করেছে খুলনা।

আরো পড়ুন : সবার অংশগ্রহণে উন্নত বাংলাদেশের স্বপ্ন পূরণ সম্ভব : এলজিআরডিমন্ত্রী 

১৫৩ রান তাড়া করতে নেমে ৬ উইকেটে ১৫৫ রান তুলে ম্যাচ জিতে যায় খুলনা। শেষ ওভারে প্রথম দুই বলে দুটি ছক্কা, তৃতীয় বলে ডট, চতুর্থ ও পঞ্চম বলে দুটি ছক্কা মেরে ম্যাচ জেতান আরিফুল। ৩৪ বলে অপরাজিত ৪৮ রান করেন তিনি। মাহমুদউল্লাহ ১৭, জহুরুল ৩১, শামীম ২৬ রান করেন। তাসকিন, সুমন খান দুইটি করে উইকেট পান। এর আগে ৯ উইকেটে ১৫২ রানের পুঁজি গড়েছিল বরিশাল। ইমন ৪২ বলে ৫১ রান (৩ চার, ৪ ছয়) করেন। তৌহিদ হূদয় ২৭, তামিম ১৫, মাহিদুল অঙ্কন ২১ রান করেন। খুলনার শহীদুল ১৭ রানে ৪ উইকেট।

 

ইত্তেফাক/ইউবি