মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ব্রিটেনে আপেল অর্ডার করে ডেলিভারি পেলেন আইফোন

আপডেট : ১৭ এপ্রিল ২০২১, ১৩:৫৫

ব্রিটেনে ৫০ বছর বয়সী জেমস নিক অনলাইনে আপেল অর্ডার দিয়ে পেয়েছেন অ্যাপলের আইফোন। শুক্রবার (১৬ এপ্রিল) এ খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কিছুদিন আগে অনলাইনে আপেল অর্ডার দিয়েছিলেন জেমস নিক। গত বুধবার তার সেই অর্ডারটি ডেলিভারি দেওয়া হয়। অর্ডারটি ডেলিভারির বক্স খুলতেই বিস্মিত হয়ে যান নিক।

সুন্দর প্যাকেটে মোড়ানো ওই বাক্সের মধ্যে রয়েছে ‘অ্যাপেলের আইফোন’। কয়েক শত টাকার আপেলের পরিবর্তে কয়েক লাখ টাকার ‘আইফোন এসই’ হাতে পাওয়ায় রীতিমতো বিস্মিত হয়ে পড়েন তিনি।

তারপর নিজেই ওই ফোনের ছবি ও ভিডিওধারণ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সঙ্গে সঙ্গেই অনলাইনে ব্যাপক ভাইরাল হয় ওই পোস্টটি। ভুল করে নয় বরং গ্রাহকদের নতুন চমক দিতে আইফোনের সেবা প্রদানকারী সংস্থা টেস্কোর এটি একটি নতুন পদক্ষেপ। যেখানে ব্রিটেনের প্রায় ৮০টি আউটলেট থেকে অনলাইন গ্রোসারি অর্ডারের ওপর এই সারপ্রাইজ গিফট দেওয়া হচ্ছে গ্রাহকদের।

ইত্তেফাক/এসএ